গ্যালারি

বাংলায় লিখুন উবুন্টু ১২.০৪ এ ( লিনাক্স ) | Write Bangla in Ubuntu 12.04 ( Linux )


উবুন্টুতে ডিফল্ট ভাবে বাংলা কীবোর্ড দেয়া রয়েছে। আপনি শুধু সেটা সিলেক্ট করলেই বাংলায় লিখতে পারবেন। উবুন্টুতে বাংলা কীবোর্ড লেআউট প্রভাত দেয়া আছে। তাই আসুন দেখি কিভাবে এই কীবোর্ড সিলেক্ট করে বাংলায় লিখবেন।

 

ধাপ ১: প্রথমেই ডানের ডক হতে System Settings আইকনে ক্লিক করুন।

ধাপ ২: এবার System Settings উইন্ডো হতে Keyboard Layout এ ক্লিক করুন।

 

ধাপ ৩: Keyboard Layout উইন্ডো হতে + বাটনে ক্লিক করুন।

 

ধাপ ৪: Choose a Layout হতে Bengali (Provat) সিলেক্ট করুন। Add বাটনে ক্লিক করুন।

 

ধাপ ৫: ক্লোজ বাটনে ক্লিক করুন।

 

ধাপ ৬: এবার হেডার বারে কীবোর্ডের আইকনে ক্লিক করলে আপনার কীবোর্ডের লিস্ট পাবেন। সেখান হতে বাংলা সিলেক্ট করুন। আবার ইংলিশে টাইপ করতে ইংলিশ সিলেক্ট করুন।

 

উবুন্টু ( লিনাক্স ) নিয়ে আমার প্রথম লেখা এটি। লিনাক্সে আমার পদচারণ শুরু হয়েছে। আশা করি আরো পোস্ট লিখবো। ধন্যবাদ।

3 comments on “বাংলায় লিখুন উবুন্টু ১২.০৪ এ ( লিনাক্স ) | Write Bangla in Ubuntu 12.04 ( Linux )

মতামত বা উত্তর দিন