আপনার সাইটের টাইটেল এনিমেটেড করুন, জুমলা, ওয়ার্ডপ্রেস, পিএইচপি বিবি, ব্লগার, Make Your Site Title Animated, Joomla, WordPress, PHP BB, Blogger


সবাই চায় তার সাইট সুন্দর দেখাক। অনেকে বলে কনটেন্ট আসল, সাইটের ডিজাইন না। ঠিক আছে আমি ও একমত সেই কথায়, তবে ভাল খাবার হলেই হয় না, তা রাখার জন্য ভাল পাত্র চাই। এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি আপনার সাইটের টাইটেল এনিমেটেড করতে পারবেন।
এটি একটি সহজ কাজ। আসুন প্রথমেই আপনার সাইটের Dashbord > Appearance > Editor অপশনে যান। ডান পাশ হতে Header.php ফাইল সিলেক্ট করুন। তাহলে মাঝের প্যানেলে আপনি দেখতে পারবেন Header.php ফাইলের কোড। এবার সবার নিচে নিচের কোড টুকু কপি করে সেখানে পেস্ট করুন। এবার আপডেট বাটনে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। সাইটে যেয়ে দেখুন টাইটেল এনিমেটেড হয়ে গেছে।

<script language="javascript">
var titletext="SOHAG"
var repeat=true;    // SET TO true TO REPEAT, false TO "TYPE" OUT TITLE ONLY ONCE.
set=setTimeout;
var index=0;
function scrolltitle(){
if(index<=titletext.length){
document.title=titletext.substring(0,index);
index++;
set('scrolltitle()', 200);
}else{
index=0;
if(repeat)set('scrolltitle()',1000);
}}
window.onload=function(){
if(!document.layers)set('scrolltitle()',1000);
}
</script>

আসুন দেখি কোডটি কিভাবে এডিট করবেন। কোডে দেখুন আমার নাম Sohag লেখা আছে সেখানে আপনার সাইটের নাম বসিয়ে দিলেই হবে।
কেমন লাগল এই পোস্টটি জানাতে ভুলবেন না। আর কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন।

বি:দ্র: এই কোড আপনি অন্য প্লাটফর্মেও ইউস করতে পারবেন। যেমন এইচটিএমএল, জুমলা, পিএইচপি বিবি ইত্যাদি।

ধন্যবাদ।

1 comments on “আপনার সাইটের টাইটেল এনিমেটেড করুন, জুমলা, ওয়ার্ডপ্রেস, পিএইচপি বিবি, ব্লগার, Make Your Site Title Animated, Joomla, WordPress, PHP BB, Blogger

মতামত বা উত্তর দিন